সর্বশেষ

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

যশোর পৌর ৭নং ওয়ার্ড ছাত্রলীগের পক্ষ হতে ইফতারি বিতরন-প্রিয় যশোর নিউজ২৪/৭



আজ ১৯-০৪০২০২১ রোজঃ সোমবার সময় আনুমানিক বিকাল ৫:৩০ ঘটিকার সময় যশোর শহরের পৌর ৭নং ওয়ার্ডের শংকরপুর মাদ্রাসা মোড় এলাকার রেল লাইনের পাশে বসবাসরত অসহায়-গরীব রোযাদার ব্যাক্তিদের মাঝে ও রাস্তার পথচারীদের মাজে পবিত্র রমযান মাস উপলক্ষে ইফতারি বিতরন করেন পৌর ৭নং ওয়ার্ডের ছাত্রলীগের নের্তৃবিন্দ।


নিজস্ব উদ্দ্যেগে  ও সকলের সহায়িত অর্থায়নে এই কর্মকান্ড পরিচালনা করেন তারা। রেল লাইনের পাশে বসবাসরত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ও রাস্তার পথচারিদের মাঝে স্ব-হস্তে পৌছে দেওয়া হয় ইফতার সামগ্রী।


উক্ত ইফতার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী তৃণমূল কর্মী পরিষদ যশোর জেলা শাখার (সভাপতি) সাবেক ছাত্রনেতা মোঃ শাহেদ উর রহমান রনি,বাংলাদেশ ছাত্রলীগ যশোর সরকারি এম এম কলেজ শাখার (সাংগঠনিক সম্পাদক) সৈয়দ অনিন্দ্য হাসান,আওয়ামী তৃণমূল কর্মী পরিষদ যশোর পৌর শাখার নের্তৃবিন্দ সজল মন্ডল,রাশেদ খান,আলম তানভীর ৭নং ওয়ার্ডের ছাত্রলীগের পক্ষ হতে রাব্বি তন্ময়,জি এম মাহফুজ,তাজুল ইসলাম তাজু,পারভেজ সহকারে আরো অন্যান্য নের্তৃবিন্দ। 

Post a Comment

0 Comments