সর্বশেষ

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

যশোর পৌর নির্বাচন উপলক্ষে পৌর ৭নং ওয়ার্ডের টেবিল ল্যাম্প মার্কা প্রার্থীর পক্ষে পথসভা অনুষ্ঠিত - প্রিয় যশোর নিউজ২৪/৭

 


Reporter-Md Jabed Hasan: আসন্ন যশোর পৌরসভার নির্বাচনকে সামনে রেখে যশোর পৌর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ শাহেদ উর রহমান রনির টেবিল ল্যাম্প মার্কাকে বিজয়ী করার লক্ষ নিয়ে আনসার ক্যাম্প পিচ রাস্তার মোড়ে (শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাটে) আয়োজন করা হয় এক পথসভার তবে পথসভাটি যেন ধীরে ধীরে একটি জনসমুদ্রে রুপ নেয়। অনুষ্ঠানটি শুরু হওয়ার কিছু সময় পর থেকেই দলে দলে টেবিল ল্যাম্প মার্কার স্লোগান দিয়ে যোগদান করতে থাকেন শত শত মানুষ! প্রায় ৮০০-১০০ মানুষের জনসমাগম ঘটে এই পথসভাতে। স্কুল মাঠটি যেন কানায় কানায় পরিপূর্ণ হতে থাকে। উক্ত অনুষ্ঠানে ৭নং ওয়ার্ডের উপস্থিত বাসিন্দারা এক কাতারে এসে সকলেই গলার আওয়াজ দিয়ে বলেন রনিকেই তারা তাদের কাউন্সিলর হিসাবে পেতে চাই। সকলেই তাদের আশা ব্যাক্ত করেন একটি সুস্থ ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে তারা তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে চান। এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা দেখে বোঝা গেলো টেবিল ল্যাম্প মার্কায় হয়তো সবচেয়ে এগিয়ে থাকবে।

কাউন্সিলর প্রার্থী রনি বলেন তিনি বিজয়ী হলে সকলের পাশে থাকবেন এবং যথাসামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন সহযোগিতা করার এবং এলাকার মুরব্বিদের সাথে নিয়ে তাদের সাথে পরামর্শ করেই প্রতিটা কাজের সমাধান করবেন। এলাকার মুরব্বি ও যুবসমাজ চাই রনিই হোক তাদের আগামীর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী তৃণমূল কর্মী পরিষদ যশোর জেলার সভাপতি ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ শাহেদ উর রহমান রনি,সাধারন সম্পাদক মোঃ সালাউদ্দিন আল মামুন,সহ-সভাপতি মোঃ জাহিদ হাসান মোল্যা,দপ্তর সম্পাদক মোঃ রবিউল ইসলাম,যশোর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মিজু,সাবেক ছাত্রনেতা ইয়াছিন আরাফাত,এম এম কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য, পৌর তৃণমূলের সভাপতি আকাশ,সহ-সভাপতি অনীক,সহ-সম্পাদক টিটু,সাংগঠনিক সম্পাদক জাবেদ,৭নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা শরিফুল,স্বপ্ন,তাজু,মাহফুজ,রাব্বি সহ আরো অনেকেই।

Post a Comment

0 Comments