চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ৬টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা ও কুষ্টিয়া পরিবেশ অধিদফতর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
উপজেলার দেউলি দেশ ইটভাটাকে ৫ লাখ, চিৎলা বস ইটভাটাকে ৭ লাখ, নিউ বোস ইটভাটাকে ৬ লাখ, মর্ডান ইটভাটাকে ৪ লাখ, রেড-২ ইটভাটাকে ৭ লাখ ও লাবনী ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় ভাটার ক্লিন এর আংশিক ভেঙ্গে দেয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন, ঢাকা পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমান, সহকারী পরিচালক কমল কুমার বর্মন ও ঝিনাইদাহ র্যাবের ডিএডি এমদাদ হোসেন।
ঢাকা পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান জানান, অবৈধভাবে ইটভাটা চালানোর অপরাধে ৬টি ভাটায় অভিযান চালিয়ে ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও ইট পুড়ানোর ছাড়পত্র না থাকায় এসব ভাটায় অভিযান চলিয়ে জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযানে সহায়তা করেন র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।



0 Comments