সর্বশেষ

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

আইপিএলের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিব আল হাসান - প্রিয় যশোর নিউজ২৪/৭

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের প্রস্তুতি শুরু হয়ে গেছে। শুক্রবার বিসিসিআই প্রকাশ করেছে নিলামে নিবন্ধিত ক্রিকেটারদের সংখ্যা। নিলামে যে কয়জন ক্রিকেটারের দিকে দলগুলোর তীক্ষ্ণ দৃষ্টি থাকবে, তাদের একজন বাংলাদেশি ক্রিকেটার।

সহজেই অনুমেয়, তিনি সাকিব আল হাসান। বাংলাদেশের সুপারস্টার আইপিএলে নিয়মিতই অংশ নেন। গত বছর নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি। তার আগে দুই আসরে ছিলেন সানরাইজার্স হায়দরাবাদের ডেরায়। তারও আগে বাঙালি দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে দীর্ঘদিন খেলেছেন, অবদান রেখেছেন দুটি শিরোপা জয়েও।

সেই সাকিব এবারো আইপিএলের অন্যতম মূল আকর্ষণ। ১৪তম আসরকে সামনে রেখে নিলামে ১১ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি, যা নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্য। এই ১১ ক্রিকেটারের একজন সাকিব।

সাকিব ছাড়াও ২ কোটি ভারতীয় রুপি ভিত্তিমূল্যে নিলামে শোভা পাবে আরো ১০ ক্রিকেটারের নাম। তারা হলেন- হরভজন সিং, গ্লেন ম্যাক্সওয়েল, কেদার যাদব, স্টিভ স্মিথ, মঈন আলী, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড ও কলিন ইনগ্রাম।

এবারের আইপিএলের জন্য নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশের ৫ ক্রিকেটার। যদিও ক্রিকেটারদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে ১৪তম আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে।


Post a Comment

0 Comments