সর্বশেষ

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মিয়ানমার ইস্যুতে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক - প্রিয় যশোর নিউজ২৪/৭

 

মিয়ানমার পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার জরুরি বৈঠকে বসবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। দেশটিতে সেনা অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এটি রুদ্ধদ্বার বৈঠক হবে।

গতকাল সোমবার নিরাপত্তা পরিষদের সদস্যরা বৈঠকের বিষয়টি অনুমোদন করেন।

নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট ও জাতিসংঘে যুক্তরাজ্যের দূত বারবারা উডওয়ার্ড বলেছেন, গঠনমূলক আলোচনা সম্ভব।

তিনি বলেছেন, মিয়ানমারের জনগণের ভোটের প্রতি সম্মান প্রদর্শন, নাগরিক সমাজের নেতাদের মুক্তির বিষয়টি আলোচনায় প্রাধান্য পাবে।

উডওয়ার্ড জানান, চলতি মাসের নিরাপত্তা পরিষদের অন্যান্য বৈঠকে জলবায়ু পরিবর্তন, কোভিড-১৯ ও সংঘাতের মতো ইস্যুগুলোও আলোচনায় আসবে।

এর আগে সোমবার ভোরে সামরিক অভ্যুত্থান ঘটে মিয়ানমারে। আটক করা হয় সু’চিসহ দেশটির শীর্ষ নেতাদের। দেশটিতে জারি করা হয় এক বছরের জরুরি অবস্থা।


Post a Comment

0 Comments