স্টাফ রিপোর্টার : যশোর জেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা এহসানুল হক মুন্নার বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই আগুন বসতঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি ) রাত সাতটার দিকে শহরের লালদীঘির পূর্ব পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক সুবর্ণভূমিকে বলেন, 'খবর পেয়ে তার নেতৃত্বে চারটি ইউনিট ঘটনাস্থলে হাজির হয়। এরপর আধাঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নই। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে। এছাড়া ওই বাড়িতে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।



0 Comments