করোনার টিকা নিতে দিনকে দিন মানুষের আগ্রহ বাড়ছে। রাজধানীসহ হাসপাতালগুলোতে টিকা নিতে আসা চল্লিশোর্ধ্ব মানুষের ভিড়ও বাড়ছে। ৬ষ্ঠ দিনের মতো আজ সারাদেশে চলছে করোনার টিকা কার্যক্রম।
আজ শনিবার সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভিড় বাড়ছে। গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেলো পাঁচদিনে সারাদেশে করোনা টিকা নিয়েছেন ৫ লাখ ৪২ হাজার ৩০৯ জন। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ প্রথম ডোজ নিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এখন থেকে কেন্দ্রে গিয়ে টিকা নিবন্ধন করা যাবে না। শুধু সুরক্ষা সাইটের মাধ্যমে নিবন্ধনকারীরাই টিকা নিতে পারবেন। শুরুতে চলিশোর্ধ ব্যক্তিরাই এ সুযোগ পাচ্ছেন।



0 Comments