সর্বশেষ

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

যশোর পৌর নির্বাচন : যশোরের ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ১০ জন - প্রিয় যশোর নিউজ২৪/৭


রিপোর্টার :মোঃ জাবেদ হাসান টিটোঃ- আর বেশি সময় নাই পৌর নির্বাচনের । তাই সবাই এখন নড়েচড়ে বসেছে যারা প্রার্থী  হতে চান তারা শুরু করেছেন ভোটাদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা ও দলীয় নেতাদের কাছে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হতে কেউ বা চেষ্টা করছেন ভোটাদের মন জয় করবার আগামী ২৮ শে ফেব্রুয়ারি ২০২১ যশোর পৌর নির্বাচন উক্ত নির্বাচনে  নম্বর ওয়ার্ডে ১০ জন প্রার্থী তাদের মধ্যে রয়েছেন বর্তমান কাউন্সিলর গোলাম মোস্তফা, জাহিদুল ইসলাম সজীব, শামসুদ্দিন বাবু, আবু শাহ জালাল, সাবেক ছাত্রলীগ নেতা শাহেদুর রহমান রনি, শাহেদ হোসেন, কামাল হোসেন, এসএম মাহমুদ হাসান, জুলফিকার আলী ও আবু শাহ জালাল
তবে বর্তমানে একজন তরুন সমাজ সেবক হিসাবে সবার চেয়ে এগিয়ে দেখা যাচ্ছে রনি কেকারণ ৭নং ওয়ার্ডের বাসিন্দারা বিভিন্ন সময়ে বিপদে আপদে পাশে পেয়েছেন রনিকে বিভিন্ন দুর্যোগেও রনি তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছেন অসহায় মানুষের পাশে থাকার তাই ওয়ার্ডবাসি তাদের অভিভাবক হিসাবে নতুন তরুন এই সমাজ সেবক কেই ভাবছেন বেশিরভাগ মানুষই পরিবর্তন চাইছে তারা মনে করেন যে রনির মত একজন তরুন যোগ্য সমাজ সেবক কে কাউন্সিলর হিসাবে পেলে তাদের আশা আকাঙ্কার প্রতিফলন ঘটবে বিভিন্ন এলাকা ঘুরে এমনটি আভাস পাওয়া যায়
আর পড়ুন|https://priyojessore.blogspot.com/2021/01/blog-post_21.html

রনির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি এই এলাকার সন্তান এখানেই বড় হয়েছি এখানকার সবাই কে আমি আমার আপনজন ভাবি যারা অসহায় তারা আমার সবচেয়ে প্রিয় কারন তাদের পাশে দাঁড়ানোর সুযোগটা আমি পাই এতে আমার অনেক ভাল লাগে আর তারাও আমাকে অনেক ভালবাসেন আমি একজন আওয়ামী পরিবারের সন্তান বিভিন্ন সময়ে আমার নিজ সামর্থ্য অনুযায়ী বিভিন্ন মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি এবং যতটুকু পেরেছি ততটুকু দিয়ে সহযোগিতা করেছি আমি যদি কাউন্সিলর হতে পারি তাহলে একটি শান্তি,স্বস্তির,উন্নত,মাদক,সন্ত্রাস মুক্ত ওয়ার্ড হিসাবে গড়ে তোলার  চেষ্টা করব এবং সর্বদা সুখে দুঃখে ওয়ার্ডবাসীর পাশে থাকতে চাইব।
আর পড়ুন।https://priyojessore.blogspot.com/2021/01/blog-post_22.html

যশোর পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডের দীর্ঘদিনের চিহ্নিত সমস্যা নির্মূলসহ মাদক, সন্ত্রাস নির্মূল করতে ও অবকাঠামোগত উন্নয়ন করতে রনি কে প্রয়োজন বলে জানিয়েছেন এলাকাবাসী ও অনেক প্রবীণ বাক্তিবর্গ।এবং তারা আগামীতে তাদের জনপ্রতিনিধি হিসাবে রনিকে পেলে শান্তি ও স্বস্তির একটি আধুনিক ওয়ার্ড গড়া সম্ভব বলে মনে করেন।


Post a Comment

0 Comments