আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোাম্মেল হক বলেছেন, নৌকা মার্কায় ভোট দিন। বাঘারপাড়া পৌরসভা হবে তিলোত্তমা পৌরসভা। শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়।
সরকারের নানা সাফল্যের কথা উল্লেখ করে বিএম মোজাম্মেল হক বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করে চলেছে। নয় লাখ গৃহহীনকে ঘর তুলে দিয়েছে। দেশে এখন বিদ্যুতের ঘাটতি নেই। এসব কারণেই ১৪ ফেব্রুয়ারি বাঘারপাড়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী কামরুজ্জামান বাচ্চুকে ভোট দেবেন।
মঙ্গলবার বিকেলে যশোরের বাঘারপাড়ায় পৌর নির্বাচন উপলক্ষে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়।
বাঘারপাড়া মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন খান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন দলের জেলা সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারন সম্পাদক শাহীন চাকলাদার এমপি, আব্দুল মজিদ, প্রার্থী কামরুজ্জামান বাচ্চু, সাবেক এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, এনামুল হক বাবুল, যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরজাহান ইসলাম নীরা প্রমুখ।



0 Comments