সর্বশেষ

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

যশোরের ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রনি "টেবিল লাম্প" মার্কা নিয়ে জনপ্রিয়তায় এগিয়ে - প্রিয় যশোর নিউজ২৪/৭

 



 রিপোর্টার : মোঃ  জাবেদ হাসান টিটো

আসন্ন যশোর পৌর নির্বাচন বইছে  এক আনন্দের সুবাতাস। সবাই ব্যাস্ত সময় পার করছেন প্রচার প্রচারনায়। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন সকল প্রার্থী। তাদেরই একজন মানবদরদী নেতা তরুণ সমাজসেবক  যশোর পৌর ছাত্রলীগের সাবেক নেতা আওয়ামী তৃণমূল কর্মী পরিষদ যশোর জেলার সভাপতি মোঃ শাহেদ উর রহমান রনি ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী।


ইতিমধ্যে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া পার্থনা করছেন রনি ও তার সমর্থকরা। পৌর ভোটে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদে রনির মার্কা "টেবিল ল্যাম্প" মার্কা। ৭নং ওয়ার্ডের বাসিন্দারা পরিবর্তন চাই দীর্ঘদিন ধরে বর্তমান কাউন্সিলরের নজর এলাকায় না থাকায় তেমন উন্নতির সুফল ভোগ করতে পারে নাই তারা। তাছাড়া এলাকাবাসীর বিভিন্ন সুবিধা অসুবিধা ও বিপদে আপদে তেমন একটা পাশে পাওয়া যায় না বর্তমান কাউন্সিলরকে। তাই ৭নং ওয়ার্ডে বইছে পরিবর্তনের আভাস। অধিকাংশ এলাকাবাসী চাই নতুন মুখ যাকে সুখে দুঃখে বিপদে আপদে তাদের পাশে এসে দাড়াবে। যাকে সবসময় পাশে পাওয়া যাবে যার কাছে সমস্যা নিয়ে গেলে সমাধান পাওয়া যাবে। তবে একটি জরিপ করে দেখা গেছে ৭নং ওয়ার্ডের অধিকাংশ মানুষই চাই পরিবর্তন ও নতুন অভিভাবক। অধিকাংশ মানুষই চাই একটি সুষ্ঠ ভোটের মাধ্যমে নতুন অভিভাবক নির্বাচন করতে। আর তাদের মতামত শুনে যতটুকু জানা গেলো তারা তরুন সমাজসেবক রনিকে নতুন অভিভাবক হিসাবে পেতে চাই।


কাউন্সিলর প্রার্থী মোঃ শাহেদ উর রহমান রনির সাথে কথা বললে তিনি বলেনঃ আমি একজন মধ্যবিত্ত পরিাবরের সন্তান। দীর্ঘদিন রাজনিতি করি আওয়ামী রাজনিতির সাথে যুক্ত আছি। পৌর ছাত্রলীগ নেতা হিসাবেও দায়িত্ব পালন করেছি। আমার স্বপ্ন মানুষের সেবা করা আমার যথা সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি মানুষের পাশে দাড়ানোর। বিভিন্ন সময়ে চেষ্টা করি অসহায় মানুষকে সহায়তা করার। ইতিমধ্যে মানুষের মনের কোনে ঠাই করে নেবার সৌভাগ্য হয়েছে আমার। আমি আশাবাদী যদি সুষ্ঠ একটি ভোটের পরিবেশ হয় তাহলে মানুষ আমাকে তাদের ভোট প্রয়োগ করে কাউন্সিলর নির্বাচিত করবে। আমি যদি কাউন্সিলর হয় তাহলে আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে সর্বদা নিজেকে বিলিয়ে দিবো ইনশাআল্লাহ। 

Post a Comment

0 Comments