আগামী ২৮ ফ্রেরুয়ারি যশোর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশকে বিজয়ী করার লক্ষে জেলা মহিলা লীগের নেতৃবৃন্দ বিশেষ বর্ধিত সভা করেছে।
আজ শুক্রবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বর্ধিত সভা হয়।
বর্ধিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ।
জেলা মহিলা লীগের সভাপতি লাইজু জ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জোৎসা আরা মিলির সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক রোকেয়া পারভীন ডলি, জেলা মহিলালীগের সভাপতি দিলারা বেগম, যুগ্ম-সম্পাদক শাকিলা আফরোজ মিলি, যুগ্ম-সম্পাদক সাহানা আক্তার, যুগ্ম-সম্পাদক দিল আফরোজ, শহর মহিলালীগের সাধারণ সম্পাদক রেহেনা পারভীন, মহিলা লীগ নেত্রী শিমু চৌধুরী, মরিয়ম বেগম, নাদিরা বেগম, বিলকিস সুলতানা সাথি, রোকেয়া পারভীন রুকি ও ইউপি সদস্য তাসলিমা ইসলাম নিপা।এ সময় নেতৃবৃন্দ নৌকা বিজয়ের লক্ষে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানান।



0 Comments