গাজীপুরে শ্রীপুর উপজেলার কেওয়া গ্রামের লন্ডন প্রবাসী সামসুদ্দিন খান রঞ্জুর মা সামসুন্নাহার বেগম ওরফে রেনু গত ১৬ দিন ধরে নিখোঁজ। শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হলেও পুলিশ কোনো খোঁজ নেয়নি। পরিবারের সন্দেহ নিখোঁজের ঘটনা পরিকল্পিত।
এ বিষয়ে খবর নিতে গতকাল মঙ্গলবার শ্রীপুর থানায় গেলে প্রধান ফটকে কর্তব্যরত পুলিশ সদস্য জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসায় আছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে ওসি খন্দকার ইমাম হোসেন আমাদের সময়কে বলেন, বৃদ্ধা নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি হওয়ার বিষয়ে কিছুই জানেন না তিনি। ওই দিন বিকেল ৫টার পরে থানায় যেতে বলেন তিনি।
পরবর্তীতে একাধিকবার ওসি খন্দকার ইমাম হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত নিখোঁজ বৃদ্ধার খোঁজ বা পুলিশের পক্ষ থেকে তাকে খুঁজে পেতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে কিছুই জানা যায়নি।
বৃদ্ধার মেয়ে রোকসানা আক্তার জানান, গত ১৭ জানুয়ারি তিনি বাসায় এসে দেখেন তার মা নিখোঁজ। পরে তালা ভেঙে ঘরে ঢুকে তিনি দেখেন- ঘরে চুরি হয়েছে। স্বজনদের অভিযোগ, চোরকে দেখে ফেলায় তাকে গুম করা হয়েছে। এ বিষেয় গত ২১ জানুয়ারি শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) যার নম্বর ৯৬৪।



0 Comments