মোঃ জাবেদ হাসান টিটোঃ- যশোরের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন "ভৈরব" এর উদ্দ্যেগে । যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) এর নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
৩১-০১-২০২১ রোজঃ বিকাল ৪ ঘটিকার সময় ভৈরব এর নিজ কার্যালয়ের সামনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । সায়েদা বানু শিল্পী (সভাপতি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভৈরব যশোর এর সভাপতিত্বে ও ভৈরব এর (সহ-সভাপতি ও পৌর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী) মোঃ শাহেদ উর রহমান রনির পরিচালনায় । উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন,জনাব মোঃ জাহিদ হাসান টুকুন (সভাপতি) প্রেসক্লাব যশোর, ও (জেইউজে) অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্তিত ছিলেন জেইউজের (সভাপতি) ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, (সহ-সভাপতি) প্রদীপ ঘোষ, (সাধারণ সম্পাদক) এইচ আর তুহিন, (যুগ্ম সাধারণ সম্পাদক) তবিবর রহমান ও (সদস্য-১) ডিএইচ দিলশান ।
সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে আমন্ত্রিত সকল অথিতি বৃন্দকে "ভৈরবের" পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করে নেন খাদিজা ইসলাম তন্মি (সাধারন সম্পাদক) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন "ভৈরব" যশোর




0 Comments