বাগেরহাটের মোংলাস্থ কোষ্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা পৃথক পৃথক ২ টি অভিযান পরিচালনা করে সুন্দরবন থেকে হরিণের মাথাসহ ৪৭ কেজি মাংস, আধা কেজি গাঁজা, ৩ টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার এবং জড়িত মাদক বিক্রেতা ও চোরাশিকারিসহ ৪ জনকে আটক করেছে।
আটককৃতরা হলো , খুলনার দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন বানিয়াশান্তা ঢাংমারি গ্রামের মোনা সরদার (৩২), বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা বর্ণি গ্রামের জাহিদ শেখ (৪০), মোংলা উপজেলার চিলাবাজার দক্ষিণ কানমারি গ্রামের শহীদুল শেখ (৪২) এবং খুলনা দাকোপ উপজেলার কাইয়ুমখোলা গ্রামের আবুল কালামকে (৩৫) গাঁজাসহ আটক করা হয়।
জব্দকৃত অবৈধ হরিণের মাংস এবং আটককৃত ৩ জন চোরাকারবারি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবনের ঢাংমারী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোষ্টগার্ড মোংলা পশ্চিমজোনের জোনাল কমান্ডারের পক্ষে লে বিএন এম মাজাহরুল হক রবিবার দুপুরে এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করনে।
এদিকে, সুন্দরবনের হরিণ শিকারের মহোৎসবে এখানের সুন্দরবন প্রেমীদের ভাবিয়ে তুলেছে। সুন্দরবন রক্ষার দায়িত্ব পালনকারীদের কর্তৃব্য কাজ নিয়ে ইতোমধ্যে নানা সমালোচনা শুরু হয়েছে।



0 Comments