সর্বশেষ

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

যশোরের মণিরামপুরে মৎস্য ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা - প্রিয় যশোর নিউজ২৪/৭

 

যশোরের মণিরামপুরে শেরআলী মদনপুর গ্রামে মৎস্য ঘের ব্যবসায়ী মুকুল হোসেনকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা৷ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গাজীর কবরখোলা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মুকুল হোসেন মণিরামপুর উপজেলার শেরআলী মদনপুর গ্রামের আমিন মোড়লের ছেলে।

নিহতের ভাই শাহীন জানান, গত ২৭ জানুয়ারি এলাকা থেকে দুইটি বাই সাইকেল চুরি হয়৷ এর ভিতর একটি বাই সাইকেল প্রতিবেলি মুন্তাজের দোকানের ভিতর পাওয়া যায়৷ একারনে মুন্তাজকে নিহত মুকুলসহ কয়েক জন মারপিট করে৷ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মুন্তাজ মুকুলকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়৷ মুন্তাজের বাড়ির পাশে গাজীর কবরখোলা রাস্তার পাশে মুকুল হোসেনকে একই এলাকার মুন্তাজ, টিপু,দিপু, রাসেদ, ইমদাদুল, রাজাসহ ২/৩জন মাথায় ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় সে পড়ে গেলে একাধিক আঘাত করে তারা মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পরে স্থানিয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে৷

জরুরি বিভাগের চিকিৎসক সোহানূর রহমান সোহাগ রাত শোয়া ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার মাথার পিছনে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার পরিবার থেকে থানায় এজাহার দিয়েছে৷ আসামী আটক আছে


Post a Comment

0 Comments