সর্বশেষ

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

নড়াইলে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী সরে দাঁড়ালেন -প্রিয় যশোর নিউজ২৪/৭

 

আগামি ৩০ জানুয়ারি তৃতীয় ধাপের নির্বাচনে নড়াইল পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী সরদার আলমগীর হোসেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

আজ সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে পুরাতন বাস টার্মিনাল এলাকায় সংবাদ সম্মেলন করে নড়াইল পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

বিদ্রোহী মেয়র প্রার্থী সরদার আলমগীর হোসেন বলেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার জেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকা অসম্মানজনক। এছাড়া জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুমান আরাকে বিজয়ী করতে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা বাবুল সাহা, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সৌমেন চন্দ্র বসু, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুল ইসলাম, নড়াইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা কামাল মোস্ত, জেলা যুব মহিলালীগ নেত্রী সঞ্চিতা হক রিক্তা, যুবলীগ নেতা সালাউদ্দিন নান্না, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম, সাবেক সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন প্রমুখ।


Post a Comment

0 Comments