যশোরের চৌগাছায় আওয়ামী যুবলীগের উদ্যোগে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্বাধীনতা ভাস্কর্য মোড়ে সংগঠনের উপজেলা আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়ের সভাপতিত্বে কর্মী সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তৃতা করেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোয়ার্দার, প্রচার সম্পাদক জয়দেব নন্দি, কেন্দ্রীয় সদস্য রবিউজ্জামান বাবু এবং আব্দুল্লাহ, হুমায়ুন রেজা।
সভায় নেতৃবৃন্দ বলেন, নৌকা প্রতীক হচ্ছে জননেত্রী শেখ হাসিনার প্রতীক, উন্নয়নের প্রতীক এবং সর্বস্তরের মানুষের প্রতীক। তাই নৌকা জিতলে চৌগাছার চলমান উন্নয়ন অব্যাহত থাকবে। কোনো অপশক্তি নৌকার বিজয়কে ঠেকিয়ে রাখতে পারবে না।
উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম ও আনিছুর রহমানের সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. এম মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিন নাহার, পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ জাহিদুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আব্দুল মুজিদ এবং যুবলীগ নেতা আজাদুর রহমান খান আজাদ।



0 Comments