সর্বশেষ

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

এই পৃথীবির আলো দেখতে চাই দৃষ্টি প্রতিবন্ধি লাবণী


 সমাজের আর দশ জনের মতো এ সুন্দর পৃথিবীকে দেখতে চায় লাবনী । তার চারপাশে যাদের বসবাস, যারা তার সঙ্গে চলেন কিংবা কথা বলেন, তাদেরকে দেখার বাসনা তার। আয়নায় নিজের চেহারাটাও অবলোকন করতে চায় । কিন্তু পারছে না । জীবনের এক পর্যায়ের অসুস্থতায় দৃষ্টিশক্তি হারিয়ে লাবনীর কাছে পুরো পৃথিবী এখন আন্ধকার । সকলের কাছে তার একটাই প্রশ্ন আমি কি আমার দৃষ্টি শক্তি ফিরে পাবনা ? নাকি এ ভাবেই চলে যেতে হবে এ পৃথিবী ছেড়ে ?

রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়ফলিয়া গ্রামের দৃষ্টিহীন কিশোরী লাবনী। তার বাবা দিনমজুর লাল মিয়া । সুন্দরী ও চ ল শিশু কন্যা । পিতা-মাতা, পরিবারসহ গ্রামবাসীর কাছেও বেশ আদরের ছিল। তখন বয়স ৭ বছর। স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী। সে সময় আক্রান্ত হয় বসন্ত রোগে। এতেই দৃষ্টি শক্তি হারিয়ে ফেলে লাবনী । এর পরে কেটে গেছে ৮টি বছর । দরিদ্র পিতা এ দীর্ঘ সময়ে অনেক চেষ্টা করেও অর্থাভাবে লাবনীর আর কোন উন্নত চিকিৎসা করাতে পারেনি। লাবনীর বয়স এখন ১৫ । গত ৮ বছর ধরে লাবনীর কাছে সবই অন্ধকার।কথা বলার সময় সে শুধুই কাঁদছিল আর আকুতি করে বলছিল, আমি কি কাউকে দেখতে পারবো না ? আমি সবাইকে দেখতে চাই, সুন্দর ভাবে বাঁচতে চাই ।

লাবনীর পিতা জানান, তিনি দিনমজুর। তার যেটুকু ছিলো তা দিয়ে চিকিৎসা করেছেন। বর্তমান তিনি নি:স্ব। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন ।


Post a Comment

0 Comments