সর্বশেষ

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

যশোরে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন "ভৈরব" এর শীতবস্ত্র বিতরন-প্রিয় যশোর নিউজ ২৪/৭

 


মোঃ জাবেদ হাসান টিটোঃ- যশোরের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন "ভৈরব" এর উদ্দ্যেগে ও জেলা প্রশাসকের সহাযোগিতায় অসহায়,হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতকালীন সময়ের শীত নিবারনের জন্য কম্বল বিতরন করা হয়। "ভৈরব" সংগঠনের নের্তৃবিন্দ এমন কিছু মানুষের মাঝে কম্বল বিতরন করেন কম্বল কেনবার মত সামর্থ্য তাদের হয়তো নাই।

অনেকেই আবার রাতে শুয়ে থাকে রাস্তার ধারে রেল ষ্টেশনে এমনি অসহায় মানুষদের মাঝে বিতরন করা হয় শীতকালীন সময়ের সবচেয়ে প্রয়োজনীয় এই শীত নিবারন বস্ত্র। ২০-০১-২০২১ রোজঃবুধবার বিকাল ৫ ঘটিকার সময় যশোর "ভৈরবের" নিজ কার্যালয়ের সামনে এই শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানটি পরিচালনা করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির (সভাপতি) সায়েদা বানু শিল্পী (সহ-সভাপতি ও পৌর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী) মোও শাহেদ উর রহমান রনি (সাধারন সম্পাদক) খাদিজা ইসলাম তন্মি সহকারে অন্যান্য নের্তৃবিন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।



Post a Comment

0 Comments