রিপোর্টার সজিব হোসেনঃ
গ্রামের একটি অসহায় ও হতদরিদ্র পরিবার মোছাঃ নুরজাহান বেগমের।৯নং আরবপুর ইউপি ২নং ওয়ার্ডের বালিয়া ভেকুটিয়া গ্রামে থাকেন পরের জায়গায় কোনরকমে একটি কুড়ে ঘর বেধে।আয় রোজগার বলতে তার একটি ছেলে আর সে নিজে পরের বাসায় কাজ করে কোনরকমে তাদের ৫ জনের পরিবার পরিচালনা করেন।
এই শীতকালীন সময়ের কষ্টের কথা বিবেচনা করে বিষয়টা দেখে আওয়ামী তৃণমূল কর্মী পরিষদ যশোর পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ জাবেদ হাসান টিটো।তার জেলার সভাপতি ও যশোর পৌর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ শাহেদ উর রহমান রনিকে জানান।বিষয়টি আমলে নিয়ে তাতক্ষনিকভাবে জাবেদকে ডেকে একটি কম্বল দিয়ে বলেন অসহায় মানুষটিকে দিতে।রাতের আধারে নুরজাহান বেগমের নিজ বাড়িতে গিয়ে কম্বলটি তার হাতে তুলে দেন।এই সামান্য কম্বলটি পেয়ে অনেক খুশি হন এবং দোয়া করেন।আগামীতেও তাদের পাশে থাকের আশ্বাস প্রদান করেন মোঃ জাবেদ হাসান টিটো।




0 Comments