সর্বশেষ

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মণিরামপুর পৌরসভা নির্বাচন নৌকার নিরুঙ্কুশ বিজয় - প্রিয় যশোর নিউজ২৪/৭

 

মণিরামপুর পৌরসভার মেয়র হিসেবে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন কাজী মাহামুদুল হাসান।


নৌকা প্রতীক নিয়ে কাজী মাহামুদুল হাসান ১৪ হাজার ১৯৬ ভোট পেয়েছেন। ধানের শীষ নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন পেয়েছেন মাত্র এক হাজার ৭০০ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু তালেব পেয়েছেন ৪১৪ ভোট।


শনিবার সন্ধ্যায় সহকারী রিটার্নিং কর্মকর্তা সহিদুর রহমান এই ফলাফল ঘোষণা করেন।ফলাফলে বে-সরকারিভাবে কাজী মাহামুদুল হাসান জয় লাভ করেছেন বলে জানান তিনি।

কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়েছেন: হাকোবা ওয়ার্ডে আজিম হোসেন, গাংড়া-মহাদেবপুর ওয়ার্ডে সুমন দাস, মণিরামপুর ওয়ার্ডে বাবুলাল চৌধুরী, দুর্গাপুর-স্বরুপদাহ ওয়ার্ডে আদম আলী, তাহেরপুর ওয়ার্ডে আসাদুজ্জামান আসাদ, জুড়ানপুর ওয়ার্ডে আব্দুল কুদ্দুস, মোহনপুর ওয়ার্ডে কামরুজ্জামান কামরুল, কামালপুর ওয়ার্ডে বাবুল আক্তার এবং বিজয়রামপুর ওয়ার্ডে আইয়ুব পাটোয়ারী

এছাড়া সংরক্ষিত নারী সদস্য হিসাবে গীতারানী, অফেলা খাতুন ও অনিমা মিত্র নির্বাচিত হয়েছেন।


তৃতীয় ধাপে পৌরসভা নির্বাচনে মণিরামপুর পৌরসভায় শনিবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। মনিরামপুর পৌর নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৯৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৮ শত ৩৬ জন এবং মহিলা ভোটার ১১ হাজার ১ শত ২৯ জন। এই নির্বাচনে ৭৮ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।


Post a Comment

0 Comments