সর্বশেষ

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

খুলনায় পাটকল শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

 


জেলার দিঘলিয়া উপজেলার চন্দনীমহল এলাকায় রাজন (২০) নামে এক পাটকল শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ করা হচ্ছে।

পিটুনির শিকার যুবক রাজন বৃহস্পতিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রাজন (২০) দিঘলিয়ার চন্দনীমহল এলাকার ইউসুফ মোল্যার ছেলে। তিনি স্থানীয় মণ্ডল জুটমিলের শ্রমিক ছিলেন।
দিঘলিয়া থানার ওসি আহসান উল্লাহ্ চৌধুরী জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে মণ্ডল মিলের অভ্যন্তরের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজনকে কয়েকজন মিলে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজনের মৃত্যু হয়।
স্থানীয় মুদি দোকানি শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে দিঘলিয়ার চন্দনীমহলের বেড়িবাঁধ এলাকায় নারী শ্রমিকদের উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে আব্দুর রহমান ও আব্দুর রহিম নামে দুই সহোদরের সঙ্গে রাজনের বাকবিতণ্ডা ও মারামারি হয়। এক পর্যায়ে ওই দুই সহোদর রাজনকে বেধড়ক পেটায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

Post a Comment

0 Comments