সর্বশেষ

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সড়কের পাশে মিলল যুবকের লাশ সাভারে


 সাভারের সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিআরপির সড়ক থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে লাশের পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আইডি কার্ড পাওয়া গেছে। আইডি কার্ডে নাম মোস্তাফিজুর, গ্রেজুয়েট ফিলোসোফি বিভাগ,।

স্থানীয়রা জানান, ঢাকা-আরিচা মহাসড়ক থেকে সিআরপি যাওয়ার শাখা সড়কের রক্তাক্ত যুবকের লাশ পড়েছিলো। তার বুকে, গলাসহ শরীরের আঘাতের চিহ্ন ছিল। পরে জরুরি সেবা (৯৯৯) বিষয়টি জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। নিহতের লাশ একটি বস্তাও পড়েছিলো।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, ৯৯৯ থেকে খবর পাওয়ার পর আমাদের পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের বুকে গলায় আঘাতের চিহ্ন রয়েছে।


Post a Comment

0 Comments