সর্বশেষ

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

দুই মাকে মারধর করে তাড়িয়ে দিয়েছে দুই নরাধম ছেলে


 দুই নরাধম ছেলে তাদের দুই মাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এই হতভাগিনী দুই মায়ের মধ্যে একজনের বাড়ি চুয়াডাঙ্গা শহরের মল্লিকপাড়ায়। তার নাম অহিনুর বেগম। অন্যজন সুলতাতানা রাজিয়া। তার বাড়ি একই শহরের দক্ষিণ হাসপাতালপাড়ায়।

পৃথক দুটি ঘটনায় মাদকাসক্ত সন্তানদের বিরুদ্ধে আদালতে পৃথক মামলাও করেছেন দুই মা। তারপরও নিরাপত্তা পাচ্ছেন না তারা।

আহিনুর বেগম  ২১ অক্টোবর ছেলে শাহিন শেখ ও পুত্রবধূ ময়না খাতুনের নামে চুয়াডাঙ্গা আমলি আদালতে মামলা করেছেন ।

মামলায় তিনি উল্লেখ করেছেন, ছেলে শাহিন শেখ মাদকাসক্ত। তার নেশার টাকা জোগাড় করে দিতে না পারায় বাড়ি ছাড়তে হয়েছে তাকে। শুধু বাড়িই ছাড়তে হয়নি, ছেলের হাতে মারও খেতে হয়েছে তাকে।

চাহিদামতো টাকা দিতে না পারায় মায়ের ওপর ক্ষুব্ধ হন শাহিন শেখ। এক পর্যায়ে মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। ঘরে থাকা মায়ের সাংসারিক জিনিসপত্রও বিক্রি করে দেয় সে।

এ মামলায় শাহিন শেখের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

 সুলতানা রাজিয়ার  ছেলে সুলতান আহমেদ প্রায়ই তাকে মাকে মারধর করে। ঘরে থাকা প্রায় তিন লাখ টাকা মূল্যের জিনিসপত্র বিক্রি করে দিয়েছে সে ।

এ ঘটনায় গত ১১ অক্টোবর ছেলে সুলতান আহমেদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা আমলি আদালতে মামলা দায়ের করেন সুলতানা রাজিয়া। ১৮ অক্টোবর পুলিশ সুলতান আহমেদকে গ্রেফতার করে।

পরদিন আদালত থেকে সে জামিনে মুক্ত হয়। এর তিনদিন পর বাড়ির আঙিনায় থাকা প্রায় এক লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ফলদ গাছ কেটে বিক্রি করে দেয় সুলতান। এ বিষয়ে ২৩ অক্টোবর চুয়াডাঙ্গা সদর থানায় আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশি তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


Post a Comment

0 Comments