লুৎফর রহমান (৪৮) নামে মাগুরার এক ব্যক্তি নিজের গলা কেটে আত্মহত্যা করেছে। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বৃহস্পতিবার সকালে উপজেলার শতপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। লুৎফর রহমান ওই গ্রামের হাবিবুর রহমান বিশ্বাসের ছেলে।
ভাইপো উজ্জ্বল বিশ্বাস জানিয়েছেন, তার চাচা লুৎফর রহমান মানসিক রোগী ছিলেন। সকাল নয়টার দিকে বাড়ির লোকজনের অজান্তে তিনি কাচি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা চেষ্টা চালায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. আব্দুর রশিদ অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় লুৎফর রহমানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন।



0 Comments