সর্বশেষ

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

রংপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ৩ সদস্য গ্রেফতার


 রংপুরের পীরগঞ্জ উপজেলার সোডাপীর বাজার থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় জিহাদি বই, লিফরেট ও প্রশ্নপত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পীরগঞ্জ উপজেলার নখারপাড়া গ্রামের রেজাউল করিম খন্দকার (৪৬), দারিয়াপুর গ্রামের সুলতান মাহমুদ (১৯) এবং ধনাসালা গ্রামের নূর আলম (২০)।

শনিবার বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৩ এর সিনিয়র এএসপি (মিডিয়া) সিদ্দিক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পীরগঞ্জ উপজেলার সোডাপীর বাজারে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই, বিভিন্ন ধরনের লিফলেট ও প্রশ্নপত্র উদ্ধার করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা রয়েছে।

তারা প্রত্যেকে নিয়মিতভাবে দলের জন্য চাঁদা প্রদান করে এবং ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে তাদের আদর্শের অনুকূলে সদস্য এবং চাঁদা সংগ্রহ করে কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের সহযোগী অন্যান্যদের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে বলে জানান সিনিয়র এএসপি (মিডিয়া) সিদ্দিক হোসেন।


Post a Comment

0 Comments